Archive for January, 2012

শিরোনামঃ জলস্বপ্ন
কন্ঠঃ পলবাসা সিদ্দিক
কথাঃ রাজীব আশরাফ/ আরাফাত পৃথিবী
অ্যালবামঃ ভালোবাসি তাই

জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আকা
জল কনা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……

জলজ গল্প লেখা কাগজি
বুনো সবুজ ঘাস
ছড়িয়ে দীর্ঘশ্বাস
যা খোঁজে
ছড়িয়ে দীর্ঘশ্বাস
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……

ছুয়ে রোজ জলকনা
হয়ে যায় আনমনা
সহজে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে
ভিজুক আমার এ দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে……
জলের অতলে……
আষাঢ় মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চির অচেনা বর্ষায়
সহজাত কৌশলে……

তোমার কোন নিঃশ্বাসে
ভিজি আমি বিশ্বাসে
বৃষ্টি হয়ে ছুয়ে যাই
আমার মত করে….

 

শিরোনামঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো 
কন্ঠঃ  লুৎফর হাসান
কথাঃ সোমেশ্বর অলি
অ্যালবামঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো

 

ময়লা টি-শার্ট,
ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়েনে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?

তোমার নিকট অতীত
আমার এক যুক আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘড়ে মন
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?

তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘড়
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?

 

শিরোনামঃ এপিটাফ
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ স্বপ্নচূড়া

 

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর…
বহুদূর……

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর………..বহুদূর…………বহুদূর

 

শিরোনামঃ সূর্য
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ অনুশীলন

 

নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে
হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কি যে ভাল লাগে
হঠাৎ করেই আমার ঘুমটা যায় ভেঙ্গে

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রণা মোরে বোবা করে রাখে
সুখ নামের স্বপ্নটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভাল লাগে না ঐ নীল আকাশটা
সারা রাত তাকিয়ে দেখি ঘরের সিলিঙটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে

 

শিরোনামঃ সূর্য ২
কন্ঠঃ সুমন/রাফা
কথাঃ সুমন
টিউনঃ সুমন
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

 

 

 

নীল আকাশের নিচে ঘাসের বিছানাতে
শুয়ে শুয়ে আকাশ দেখার স্বপ্নটা মাথায় ঘোরে
তাই দেখবোনা আলো, নেই আঁধারের মাঝে
হঠাৎ করেই স্বপ্ন ভাঙে অশ্লীল অট্টহাসে

চারিদিকে আধার …….অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়……স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

দেহের পচনটা ছড়ায় আজ মগজে
ইদানিং অন্ধকার অনেক ভালো লাগে
গীটার হাতে যুদ্ধে যাবার স্বপ্নটাকে
হারিয়ে অসীম যন্ত্রণা চুম্বন করে

চারিদিকে আধার …….অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়……স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে

পুরোনো সব স্বপ্ন হারায় আজ অন্ধকারে
নতুন দিনের মিছিলে আজ ফাটল ধরে
ত্রিমাত্রিক জগতে আধাঁরটাই যেন ধ্রুবক
বিবর্তনে অসমাপ্ত আমার লেখা দুঃখ শোক

চারিদিকে আধার …….অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়……স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে