শিরোনামঃ দুষ্ট ছেলের দল
শিল্পীঃ জেমস
ব্যান্ডঃ নগর বাঊল
অ্যালবামঃ দুষ্ট ছেলের দল

মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা
করি তাল-বাহানা, করি নানা ছলনা

মোরা গলা ছেড়ে গান গাই
গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই

দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি

প্রেম-প্রেম-প্রেম-প্রেমে-প্রেমে-প্রেমে খেলা খেলি
স্বপনের জগতে লীলা খেলি

মোরা হাটে হাড়ি ভাঙ্গি, ভরা গাঙ্গে ধরি পাড়ি,
ডুব সাতারের খেল খেল খেলাই

দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি

চায়ের কাপে ঝড় তুলি, তুড়ি দিয়ে কথা বলি,
মোরা সুন্দরী মেয়ে দেখে বাজাই সিটি

দেরি করে স্কুলে আসি, লাস্ট বেঞ্চে বসি,
ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখি

প্রেমিকার তিলে প্রেমের মদিনা, মার ছক্কা
প্রিয় মুখ দেখে বাতাসে চুমু খাই
ঊঊউউম্মাহ, ঊঊউউম্মাহ
দে দে তালি, দে তালি

সারা দিন বনবন, সারা দিন টইটই
দিয়ে যাই তালে তাল
পাবলিক, দে তালি

করি নানা গুল বাজী, অকাজের বড় কাজী
ঠনাঠনাঠনাঠনঠন কাজের বেলায়

দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দে দে তালি, দে তালি
দে দে তালি, দে তালি
দে দে তালি, দে তালি

শিরোনামঃ অন্ধকার ঘরে
কথাঃ তানভীর জামান
কন্ঠঃ আহমেদ সাদ
টিউনঃ তানভীর জামান
ব্যান্ডঃ পেপার রাইম
লবামঃ পেপার রাইম

অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল
বইয়ের ভাঁজে রয়ে যায়

রেখেছিলাম তোমায় আমার
হৃদয় গভীরে
তবু চলে গেলে
এই সাজানো বাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে

কিছু পুরনো গান
কিছু পুরনো ছবির এলবাম
এ সবই আমার সাথী হয়ে রয়
কাক ডাকা ভোরে
যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দায়
বাঁধা পেয়ে সরে যায়

আমার এ জগত বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে

আমার স্বত্তা ধুলোয় মিশে যেতে চায়
অস্তিত্তের প্রয়োজনে
চাই তোমাকে এইখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখো আজও পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাস টুকু দু’ হাতে আকড়ে ধরে

শিরোনামঃ কিছু কিছু
কথাঃ ইফতেখার আহমেদ ফাহমি
কন্ঠঃ তরুন
টেলিফিল্মঃ  আমাদের গল্প


কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।

খুঁজবো না আমি, খুঁজবেনা মন
খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন কখনো ধূসর কখনো নীল আকাশ
জেনেছি আমি জেনেছে মন জেনেছে এই চারপাশ
যাবেনা ফেরানো তবু ফেরানো মিলছে আশ্বাস
অনেক আড্ডায় অনেক হাঁসিতে হয়না খোঁজা সেই মন
হারানোর বেদনায় পিছে ফেলে সমসাময়িক সুখ
অনেক একায় অনেক ভিড়ে তোকেই খুজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি না হয় হচ্ছে একটু দেরি

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।
কিছু কিছু এসএমএস পরে আর হাসবে না এই মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা কোন চিঠি,
কোন কোন গলিতে করবে না মন হাটাহাঁটি।
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন।

 

download http://184.173.239.125/~ayon/banglasongs/downloads/file.php?ver=xhtml&kat=bangla&razd=Airtel_Presents_Amader_Golpo-Unreleased_Tracks&file=Kichu_Kichu_No_Thekhe_R_Ashbe_Na_Telephone-Airtel_Presents_Amader_Golpo-Unreleased.mp3&page=1

শিরোনামঃ মন ঘুড়ি
কন্ঠঃ বাপ্পা মজুমদার
কথাঃ তানবীর সাজিব
সুর ও সঙ্গীতঃ বাপ্পা মজুমদার/ অর্নব
অ্যালবামঃ অকারণ

মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি
মন হয়েছে চুরি
হাজার মনে, মন আকাশে একটা মন ঘুড়ি
একটা মন ঘুড়ি
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ও নেশাতে মনের ঘুড়ি উড়াল দেয় আকাশ জুড়ি
তোমায় আমি মায়াজালে
বাধো ভালোবেসে(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ভালোবাসাই শুধু জানে, জানে নিতে স্বপ্ন পাড়ি
ছুঁয়ে দিতে এক নিমেষে
সেই সে মন ঘুড়ি(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি…….

শিরোনামঃ কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর

কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।