Archive for February, 2012

শিরোনামঃ ইচ্ছে ঘুড়ি

শিল্পীঃ তপু/ তৃনা

অ্যালবামঃ বন্ধু ভাবো কি (Fuad ft Topu)

জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়

অল্প কিছু কথা আর একটু ভালবাসা
দুঃখ পেলেও মনে নতুন এক আশা
এর মাঝেই জয় পরাজয় এর মাঝেই পাওয়া
কেটে যায় সময় এর মাঝেই আমরা
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই

আঁধার রাতে আমরা জোনাকি
আলোকিত পৃথিবীর চাঁদ হয়েছি সাথী
অচেনা পথে শত বাধা পেরিয়ে
এগিয়ে যেতে ইচ্ছে করে
জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই

তুমি অনন্যা অসমাপ্ত এক ছবি
গড়ব তোমায় নতুন করে তুমি পৃথিঁবী
নতুনের ভিড়ে পুরোনোকে আপন করে
দেখব তোমায় অন্য এক ভোরে

জানি সত্য নয় শুধু কল্পনায়
ইচ্ছের ঘুড়ি আমরাই উড়াই
স্বপ্ন গুলো সত্যি হবে তারি অপেক্ষায়
জানি সত্য নয় শুধু কল্পনায়

 

ডাউনলোড লিঙ্কঃ http://doridro.net/download/Band/Band%20Albums/Yaatri/Yaatri%20-%20Bondhu%20Bhabo%20Ki/06%20Ichche%20Ghuri.mp3.html

শিরোনামঃ ভালোবাসা তোমার ঘরে
শিল্পীঃ আবিদা
লিরিক্সঃ অর্জুন
টিউনঃ আবিদা
মিউজিকঃ অর্নব/সাদ
মুভিঃ ফিরে এসো বেহুলা

 

ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক

ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক

চোখের কোণে যত্ন করে জমিয়ে রাখা স্বপ্নগুলো নতুন করে বেঁচে উঠুক
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ তোমার বাড়ছে কেমন
সেই আকাশেই জন্ম নেয়ার, সূর্যটার আলো দেয়ার
ইচ্ছে তোমার বুকের জমিন তীব্রভাবে স্পর্শ করুক…

ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক
ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে বুকের ভেতর তুমুল নাচুক
ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক

ডাউনলোড করুন এখানেঃ http://doridro.net/download/!Recently%20released%20album/!!Phire%20Esho%20Behula%20-%20Movie%20Songs%20(OST)/03.%20Abida%20-%20Valobasha%20Tomar%20Ghore%20[Doridro.coM].mp3.html

শিরোনামঃ রাস্তায়
কথাঃ অর্নব
কন্ঠঃ অর্নব
অ্যালবামঃ ডুব

রাস্তায় খুঁজে ফিরি সস্তায়
ঘুরে ঘুরে এক কাপ চা মেলে নাস্তায়
সাঁই সাঁই বাস যায়
ধুঁকে ধুঁকে মাস যায়
বুকে পোড়া বাঁশি
তবু খালি খালি হাসি পায়
হাসি পেলে কাশি পায়
কাশি পেলে খালি পায়
ঘাসে ঘাসে উড়ে উড়ে
ভাঙা মন বাড়ি যায়
একা একা রাস্তায়
খুজে ফিরি সস্তায়
ঘুরে ঘুরে এক কাপ চা মেলে যদি রাস্তায়

দোষ নেই নেতাদের
ক্রোশ নেই ক্রেতাদের
দমে দমে দাম বাড়ে
গান বাজে বেতারে
ধূলো জমে সেতারে
জলে ফেলে দে তারে
রক শোতে টক শোতে
আহা কত কেতারে
জোড়াজোড়ি যে পারে
বাড়ি সব ওপাড়ে
বাঁধ দিয়ে কাধ সেজে
চরকারে এপাড়ে
লোড নেই পেপারে
নেতা হতে কে পারে
কানাদের বায়না
কিনে দেয় আয়না যে তারে

রাস্তায় খুঁজে ফিরি সস্তায়
ঘুরে ঘুরে এক কাপ চা মেলে নাস্তায়
সাঁই সাঁই বাস যায়
ধুঁকে ধুঁকে মাস যায়
বুকে পোড়া বাঁশি
তবু খালি খালি হাসি পায়
হাসি পেলে কাশি পায়
কাশি পেলে খালি পায়
ঘাসে ঘাসে উড়ে উড়ে
ভাঙা মন বাড়ি যায়
একা একা রাস্তায়
খুজে ফিরি সস্তায়
ঘুরে ঘুরে এক কাপ চা মেলে যদি রাস্তায়

শিরোনামঃ আজ এই আকাশ
কন্ঠঃ অদিত
কথাঃ আসিফ শিরোনামঃ আজ এই আকাশ
কন্ঠঃ অদিত
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন


আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)

মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

“বড় একা আমি নিজের ছায়ার মত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা“

মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়

তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …ইকবাল
অ্যালবামঃ অন্তহীন

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)

মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে

“বড় একা আমি নিজের ছায়ার মত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা“

মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়

তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে …

শিরোনামঃ ভোরের শিশির
কন্ঠঃ এলিটা ও মাহাদী
নেপথ্য কন্ঠঃ আসিফ ইকবাল
কথাঃ আসিফ ইকবাল
অ্যালবামঃ অন্তহীন

আমি ভোরের শিশির হয়ে যদি কোনদিন হারিয়ে যাই
আমি এই পৃথিবী হতে যদি কোনদিন মুছে যাই
তুমি কি আমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে অন্য কোথাও।

কি করে ভাবলে তুমি যাবে আগে আমায় ছেড়ে।
ব্যাথা ভরা শূন্যতায় আমি ভাসি অথৈ ঝড়ে
নিকশ আঁধারে।
আমিও তোমার জন্যে কেঁদে কেঁদে
চলে যাবে দূরে তোমার কাছে।