Archive for March, 2012

শিরোনামঃ মন ঘুড়ি
কন্ঠঃ বাপ্পা মজুমদার
কথাঃ তানবীর সাজিব
সুর ও সঙ্গীতঃ বাপ্পা মজুমদার/ অর্নব
অ্যালবামঃ অকারণ

মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি
মন হয়েছে চুরি
হাজার মনে, মন আকাশে একটা মন ঘুড়ি
একটা মন ঘুড়ি
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ও নেশাতে মনের ঘুড়ি উড়াল দেয় আকাশ জুড়ি
তোমায় আমি মায়াজালে
বাধো ভালোবেসে(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ভালোবাসাই শুধু জানে, জানে নিতে স্বপ্ন পাড়ি
ছুঁয়ে দিতে এক নিমেষে
সেই সে মন ঘুড়ি(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি…….

শিরোনামঃ কেউ প্রেম করে
কন্ঠঃ এস আই টুটুল
মুভিঃ ব্যাচেলর

কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।

কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।

শিরোনামঃ শ্রাবনের মেঘ
ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফরেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে……

শিরোনামঃ গোধূলির ওপারে

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ শত আশা

 

ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া

ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া

মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া

ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা (২)

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

 

ঘুম মেলে আসা আকাশটাকে

হয়নি ধরা ভুলের স্রোতে

হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া

সূর্য ঢাকা ভোরের পথে

হারিয়ে যাওয়া স্মৃতির সাথে

তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

 

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে

রাঙিয়ে দাও আজ তোমার রঙে

রঙমশালের সেই আলোতে

বলতে চাই আজ তোমাকে

না বলা অনুভুতি ভাষায় ফেলে

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

শিরোনামঃ স্মৃতির ছেড়া পাতা

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ শত আশা

আমি নিতে দেবো না

সময়কে এক মুঠোভরা জোছোনা

চাঁদটা যতই দূরের হোক না

ছুতে আমি চাই না

 

পৃথিবীর সব অপার

বিস্ময় থাক আমার অদেখার

শূন্য খাতার প্রতিটি পাতায়

সময় কাব্য অলেখা

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায়(২)

 

আমি দেবো না পারি

তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে

যে পথ ভুলে পৌঁছে গেছে

শূন্য মরুর বুকে……

শেষ বিকেলে হারিয়ে যাওয়া

স্মৃতি হাতড়ে বেড়ায়

নিঝুম রাতের অন্ধকারে

স্বপ্ন ধরা খেলায়

 

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায়