শিরোনামঃ শ্রাবনের মেঘ
ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফরেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে (২)

আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে(২)

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে……

শিরোনামঃ গোধূলির ওপারে

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ শত আশা

 

ভুলের স্রোতে ভুলে যাওয়া স্বপ্ন তোমার ফিরে পাওয়া

ঘুম ফুড়োনোর ভোরে তোমারি হতে চাওয়া

মনের গভীরে রেখে দেওয়া স্বপ্নে তোমায় একে যাওয়া

ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা (২)

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

 

ঘুম মেলে আসা আকাশটাকে

হয়নি ধরা ভুলের স্রোতে

হয়নি ছোঁয়া ঐ আলোর স্বপ্নচূড়া

সূর্য ঢাকা ভোরের পথে

হারিয়ে যাওয়া স্মৃতির সাথে

তোমাকেই ফিরে পেতে আমার অপেক্ষায়

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে (২)

 

শব্দহীন বালুচরে ফিরে এসে আমার অগোচরে

রাঙিয়ে দাও আজ তোমার রঙে

রঙমশালের সেই আলোতে

বলতে চাই আজ তোমাকে

না বলা অনুভুতি ভাষায় ফেলে

চল আজ ফিরে যাই, গোধূলির ওপারে

শিরোনামঃ স্মৃতির ছেড়া পাতা

ব্যান্ডঃ শূন্য

অ্যালবামঃ শত আশা

আমি নিতে দেবো না

সময়কে এক মুঠোভরা জোছোনা

চাঁদটা যতই দূরের হোক না

ছুতে আমি চাই না

 

পৃথিবীর সব অপার

বিস্ময় থাক আমার অদেখার

শূন্য খাতার প্রতিটি পাতায়

সময় কাব্য অলেখা

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায়(২)

 

আমি দেবো না পারি

তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে

যে পথ ভুলে পৌঁছে গেছে

শূন্য মরুর বুকে……

শেষ বিকেলে হারিয়ে যাওয়া

স্মৃতি হাতড়ে বেড়ায়

নিঝুম রাতের অন্ধকারে

স্বপ্ন ধরা খেলায়

 

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেড়া পাতায়

শিরোনামঃ মন তোরে
মূলঃ পল্লীগীতি

কন্ঠঃ এমিল
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জড়ো জড়
আমি কি করে বাস করিব এই ঘরে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন

তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন

আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রাইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সে আমার মন

শিরোনামঃ আমার আমি
কন্ঠঃ এমিল
কথাঃ বৃষ্টি দেছা
ব্যান্ডঃ শূন্য
অ্যালবামঃ শত আশা

 

নিস্তব্ধ পথে দাঁড়িয়ে শুনেছ কি নীলাভ আর্তনাদ
কালো মেঘে রয়ে গেছে তোমার সূর্য ঢাকার অপবাদ
তোমার ঘন কুয়াশায়, রোদ পড়েনি মেঝেতে আমার
রৌদ্রস্নাত হয়ে আজ মনে পড়ে নিজেকে আমার

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)

মুছে যাওয়া অর্থহীন ভাষার বোবা জানালায়
স্বপ্ন হয়ে তোমার স্মৃতি সুদূরে মিলায় (২)
তুমুল মেঘের আড়ালে গর্জে ওঠা আলোয়
পেতে চাই নতুন করে আলোকিত আমায়

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি (২)

আমার মাঝে লুকিয়ে থাকা অন্য এক আমি
আসুক আজ আপন কায়ায় সেই আমার আমি………