Posts Tagged ‘Bappa Mazumder’

শিরোনামঃ মন ঘুড়ি
কন্ঠঃ বাপ্পা মজুমদার
কথাঃ তানবীর সাজিব
সুর ও সঙ্গীতঃ বাপ্পা মজুমদার/ অর্নব
অ্যালবামঃ অকারণ

মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি
মন হয়েছে চুরি
হাজার মনে, মন আকাশে একটা মন ঘুড়ি
একটা মন ঘুড়ি
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ও নেশাতে মনের ঘুড়ি উড়াল দেয় আকাশ জুড়ি
তোমায় আমি মায়াজালে
বাধো ভালোবেসে(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি

ভালোবাসাই শুধু জানে, জানে নিতে স্বপ্ন পাড়ি
ছুঁয়ে দিতে এক নিমেষে
সেই সে মন ঘুড়ি(২)
ঝড়ো হাওয়া মনের ঘুড়ি পায়না দিশা
এলোকেশী লজ্জাবতী কাটাও মনের নেশা
মনের নেশা, মনের নেশা
মনের ভিড়ে, কোন দুপুরে মন হয়েছে চুরি…….

শিরোনামঃ অবাক চেয়ে
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ দিন বাড়ি যায় 

রোদের গায়ে ক্লান্তি মাখা
সুর্য যাবে বাড়ি
আঁধার তোমায় ছোবেনা আজ
চাঁদের কড়া নারি

মেঘের গায়ে আঁকবো ছবি
সাজবে রঙে মেয়ে
জোছনাগুলো তোমায় ঘিরে
থাকবে অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

মেয়ে তুমি লাল শাড়িতে এসো
আজকে শুধু আমায় ভালবেসো
আঁকবো ছবি মেঘের গায়ে
সাজবে রঙে মেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

মেয়ে তুমি চোখে কাজল এঁকো
আজকে দুচোখ আমার চোখেই রাখো
আঁকবো ছবি তোমায় নিয়ে
সাজবে রঙে মেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে

রোদের গায়ে ক্লান্তি মাখা
সুর্য যাবে বাড়ি
আঁধার তোমায় ছোবেনা আজ
চাঁদের কড়া নারি
মেঘের গায়ে আঁকবো ছবি
সাজবে রঙে মেয়ে
জোছনাগুলো তোমায় ঘিরে
থাকবে অবাক চেয়ে

থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে
অবাক চেয়ে
থাকবে অবাক চেয়ে

ডাউনলোড করুনঃ http://www.music.com.bd/download/Music/B/Bappa%20Mazumder/Din%20Bari%20Jay/09%20-%20Bappa%20-%20Obak%20Cheye%20%28music.com.bd%29.mp3.html

শিরোনামঃ ভেবে ভেবে
কথাঃ ডীপান
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ দিন বাড়ি যায়

ভেবে ভেবে বল আর কি হবে
যা হবার তার সব কি হবে
শুধু শুধু তবে মিছে ভাবনা কেনো
ভালোবাসি তোমায় ছাড়া, কাকে কবে
ভালোবাসি তোমায় ছাড়া, কাকে কবে(২)

তুমি কি যখন তখন
আমার মত চাইবে এমন
পাওয়াগুলো অন্যভাবে
অজানাতে ঠিক নীরবে
শুধু শুধু তবে মিছে ভাবনা কেন
ভালোবাসি তোমায় ছাড়া, কাকে কবে
ভালোবাসি তোমায় ছাড়া, কাকে কবে

দিন বয়ে যায়
রাত নামে চোখে
স্বপ্ন জমায় একা বুকে
চাওয়াগুলো থাক নীরবে
দুজনাতে একই ভাবে
শুধু শুধু তবে মিছে ভাবনা কেন
ভালোবাসি তোমায় ছাড়া কাকে কবে
ভালোবাসি তোমায় ছাড়া কাকে কবে

ভেবে ভেবে বল আর কি হবে
যা হবার তার সব কি হবে
শুধু শুধু তবে মিছে ভাবনা কেন
ভালোবাসি তোমায় ছাড়া কাকে কবে
ভালোবাসি তোমায় ছাড়া কাকে কবে
ভালোবাসি তোমায় ছাড়া কাকে কবে

 

শিরোনামঃ তোমার বাড়ি যাবো
শিল্পীঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ আবার পথে দেখা (অঞ্জন,বাপ্পা,টুটুল)

আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)

গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)

যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?

অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)

যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?

আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?

 

শিরোনামঃ ইচ্ছেরই বাতাসে
কন্ঠঃ বাপ্পা মজুমদার/ ফাহমিদা নবী
কথাঃ জুলফিকার রাসেল 
সঙ্গীতঃ বাপ্পা মজুমদার
অ্যালবামঃ ফড়িং

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

উতলা এই মন কি ভাবে সারাখন
তুমি কি মনটা বোঝো?
বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে
এমনই মন কি খোঁজো
মেঘে মেঘে যে উতলা মনটা
মেঘে মেঘে যে উতলা মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?

শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে
এসে কি যাবে চলে?
কিসেরই কারনে উড়ে যায় সুধা মন
কখনো দেখা হলে
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা
আমিও আছি জেনো সে মেঘেরই আশেপাশে(২)

ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে
উতলা এই আমি কার কি যায় আসে
জলে কি হারাবে
বরষায় ঊড়ুউড়ু মন তুমি কি হাত বাড়াবে?